শেখ হাসিনাকে নিয়ে উভয়সঙ্কটে থাকা ভারত কী করবে?
ভারতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হওয়ার বিষয়টি ঢাকার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিল্লির শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগ এবং দিল্লির কাছের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছানোর পর প্রায় এক মাস হতে চলেছে। দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এখন উভয়সঙ্কটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার।
ছাত্রদের নেতৃত্বে এক মাস ধরে চলা আন্দোলন দেশজুড়ে সহিংস রূপ পাওয়ার পর ৫ অগাস্ট শেখ হাসিনার ১৫ বছরের সরকারের নাটকীয় অবসান ঘটে। তাকে নিয়ে ভারত সরকারের অস্বস্তির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।
শেখ হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে তার আশ্রয় পাওয়ার চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।
ভারতের কাছে বাংলাদেশ কেবলই প্রতিবেশী নয়। গত ১৫ বছর ধরে বাংলাদেশ ছিল ভারতের কৌশলগত অংশীদার, সেই সঙ্গে ভারতের সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সুরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশ ছিল ঘনিষ্ঠ মিত্রের ভূমিকায়।
দুই দেশের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার (২,৫৪৫ মাইল) দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে, যার ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারে।
0 Comments